Advertise top
বরিশাল

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১০:৫৮ পিএম     আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:১২ পিএম

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন । ছবি: সংগৃহীত

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এবং জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

 

শেখ হাসিনা সেনানিবাসে এবারই প্রথম সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো। রবিবার, ২৪ মার্চ বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করা হয়। ২৫ মার্চ থেকে ৩০ মার্চ বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই সমরাস্ত্র প্রদর্শনী।

 

প্রদর্শনীতে সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিসেসের কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি প্রদর্শন করা হয়েছে।

 

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এবং জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, আমরা আশা করি বরিশাল অঞ্চল আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী তরুণ প্রজন্ম এবং সর্বসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে।’


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal