Advertise top
বরিশাল

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, যুবক নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৮:০০ পিএম     আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:৪১ পিএম

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, যুবক নিহত
গৌরনদীর মাহিলাড়ায় বাস উল্টে খাদে। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সেলিম রেজা (৩৮) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।

 

নিহত সেলিম রেজা যশোর জেলার মনিরামপুর থানার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে।

 

উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার গ্রামে বৃহস্পতিার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহণের একটি বাস গৌরনদীর বেজহার এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারায়। পরে একাধিকবার উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির ছাদ ও বডি পৃথক হয়ে দুই জায়গায় পড়ে থাকে। এতে বাসযাত্রী সেলিম রেজা ঘটনাস্থলেই নিহত ও ১৫ যাত্রী আহত হন।

 

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উদ্ধার অভিযানের কারণে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal