Advertise top
শিক্ষা

তৃতীয় শ্রেণি পর্যন্ত হচ্ছে না ১ম ও ২য় সাময়িক পরীক্ষা, অ্যাপসে মূল্যায়ন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৪:০০ পিএম     আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:০২ পিএম

১ম ও ২য় সাময়িক পরীক্ষা থাকছে না তৃতীয় শ্রেণি পর্যন্ত
সচিবালয়ে সংবাদ সম্মেলন করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। ছবি: সংগৃহীত

নতুন শিক্ষা কারিকুলামে এখন থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সাময়িকের মতো কোনো পরীক্ষা থাকবে না।  বাসস জানিয়েছে, নতুন শিক্ষাক্রমের আলোকে এসব শিক্ষার্থীদের অ্যাপসের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন করা হবে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজ  বৃহস্পতিবার, ২১ মার্চ সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ধারাবাহিকভাবে মূল্যায়ণ করার লক্ষ্যে এনসিটিবি অ্যাপস তৈরী করেছে। তিনি আরো বলেন, আগের মতো গতানুগতিক না, ধারাবাহিক মূল্যায়ন থাকবে।

 

উল্লেখ্য, গত ২০২৩ সালে  প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়। নতুন করে এই শিক্ষাক্রমে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে চালু হয়েছে এই শিক্ষাক্রম। এরই আলোকে  ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে বাস্তবায়িত হবে নতুন শিক্ষাক্রম।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal