Advertise top
স্মরণ

সৈয়দ শহীদুল হক জামাল ছিলেন জনগণের বন্ধু: মেনন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৯:২১ পিএম     আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পিএম

সৈয়দ শহীদুল হক জামাল ছিলেন জনগণের বন্ধু: মেনন

বরিশাল-২ আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল ছিলেন জনগণের বন্ধু। তিনি তাদের ভালোবাসতেন বলেই এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন।

 

বানারীপাড়ার লবণসাড়া গ্রামে  সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত দোয়া-মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেনন এ কথা বলেন। তিনি সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এ সময় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল সাহেবের ছোট ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ ও বিভিন্ন জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং আত্মীয়স্বজনসহ হাজার হাজার শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal