Advertise top
শিক্ষা

অবন্তির আত্মহত্যা, জবির সহকারী প্রক্টর আটক

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৮:২২ পিএম     আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:২১ পিএম

অবন্তিকার মৃত্যুর ঘটনায় জবির সহকারী প্রক্টর আটক
অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে শনিবার সন্ধ্যায় আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় নিজের কোনো দায় নেই দাবি করে বেসরকারি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে দিয়েছিলেন দ্বীন ইসলাম।

 

নিজ এলাকার মানুষ হওয়ায় অবন্তিকা ও তার পরিবারকে যথেষ্ট সহায়তা করেছেন জানিয়ে দ্বীন ইসলাম জানান, অফিশিয়ালি যে দায়িত্ব পেয়েছিলেন, সে অনুযায়ী তা পালন করেছেন।

 

এদিকে, অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার, ১৬ মার্চ বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করে। তারা বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সোমবার, ১৮ মার্চ ভাইস চ্যান্সেলরের (ভিসি) কার্যালয় ঘেরাও করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal