Advertise top
বরিশাল

বরিশাল কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৩:৫১ পিএম     আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০১:৩১ এএম

বরিশাল কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
বিএমপি কমিশনারকে কাউন্সিলরদের পক্ষ থেকে শুভেচ্ছা। ছবি: বরিশাল নিউজ

বরিশাল কোতোয়ালি মডেল থানায় বুধবার, ১৩ মার্চ সকাল ১১ টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. জিহাদুল কবির, বিপিএম পিপিএম বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আজকের এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

 

 

ওপেন হাউজ ডে তে আপনারা আপনাদের এলাকার ব্যক্তিগত, পারিবারিক এবং পুলিশের বিষয়ে কোন অভিযোগ থাকলে সরাসরি অভিযোগ উপস্থাপন করবেন। আমরা আপনাদের যে কোন অভিযোগ সাদরে গ্রহণ করবো। আপনাদের এলাকার মাদক ব্যবসায়ী, ইভটিজারদের বিরুদ্ধে তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। কথা দিচ্ছি আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো। এখন থেকে প্রতিমাসে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা এতে অংশ নিয়ে চাঁদাবাজি, ছিনতাই, মাদকের ব্যবহার ও বখাটেদের উৎপাতের প্রতিকার চাইবেন। এটাই আমাদের প্রত্যাশা।

 

 

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভুক্তভোগীরা তাদের ব্যক্তিগত ও পারিপার্শ্বিক সমস্যার কথা তুলে ধরেন। জবাবে বিএমপি কমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

 

এর আগে বিএমপি কমিশনার অনুষ্ঠানস্থলে পৌঁছলে বিসিসি ৬, ৮, ১৪ ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমপি দক্ষিণ বিভাগের ডিসি আলী আশরাফ ভূইয়া, বিপিএম বার, এডিসি ফজলুল করিম ফজলু, এসি নাফিসুর রহমান।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল হোসেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির হাওলাদার, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল হোসেন পলাশ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মাহমুদ, সহ কোতোয়ালি মডেল থানার অন্যান্য পুলিশ সদস্যরা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal