Advertise top
বরিশাল

যথাযোগ্য মর্যাদায় বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপণ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০১:৪১ পিএম     আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৬:৪২ পিএম

যথাযোগ্য মর্যাদায় বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপণ
শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। ছবি: বরিশাল নিউজ

উৎসব মুখর পরিবেশে বরিশালে আজ ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।এরপর সকালে বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

 

 

দিবসটি উপলক্ষ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসান, উপমহা পুলিশ পরিদর্শক মো. জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

 

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় আলেঅচকরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ সাড়ে আঠারো মিনিটের ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনের দিক নির্দেশনা দিয়ে গেছেন। জাতির জনক আজীবন যে স্বপ্ন লালন করেছেন ৭ই মার্চের ভাষণ তার বহি:প্রকাশ। জাতির জনকের নির্দেশনায় বাঙালি জাতি আজ এক গর্বিত জাতি হিসেবে বিশ্বে পরিচিত। জাতির জনকের এ ভাষণ সারা বিশ্বে সমাদৃত এবং গবেষণার বিষয়। এই প্রেরণামূলক ভাষণ বিশ্বের অনেক ভাষায় ইতোমধ্যে অনুদিতও হয়েছে। এ ভাষণ শুনে সাত কোটি বাঙালি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে অর্জন করেছেন লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন দেশ।

 

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), সাবেক সংসদ সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

 

নগরের বঙ্গবন্ধু উদ্যান, চৌমাথা, বিবিরপুকুর পাড়, লঞ্চঘাট ও নথুল্লাবাদ বাস স্টেশনে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

সূত্র:পিআইডি, বরিশাল


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal