Advertise top
অর্থনীতি

১১-১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:৩৮ পিএম    

১১-১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। ফাইল ছবি

আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ পালন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার, ৬ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের জন্য সাতদিনব্যাপী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

 

আগামী ১১ মার্চ চাঁদপুরের সদর উপজেলার মোলহেড প্রাঙ্গণে এ বছরের জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে বলেন তিনি।

 

মন্ত্রী আরো জানান, এ দিন মেঘনা নদীতে নৌ র‌্যালি করা হবে। বর্তমান সরকার জাটকা রক্ষায় কেবল আইন প্রয়োগ করছে না বরং এই মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।

 

মন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে প্রতি মৎস্যজীবী পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিজিএফের পরিমাণ ১০ কেজি থেকে চল্লিশ কেজিতে উন্নীত করেছেন।

 

ইলিশ সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাতের নাগালে ইলিশ মাছ পৌঁছে দেওয়ার অঙ্গীকারের কথা ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, একইসাথে দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। এ লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal