বরিশাল নিউজ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৭:৫৩ পিএম আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৭:৫৩ পিএম
নিখোঁজের তিনদিন পর বরিশাল কীর্তনখোলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় সোমবার, ৪ মার্চ সকালে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম তানভীর বলে শনাক্ত করেছেন তার স্বজনরা।
তানভীর ঢাকার ডেমরায় থাকতেন। তিনি চরমোনাই মাহফিলে এসেছিলেন। মাহফিলে এসে এমভি আঁচল লঞ্চের ২০২ নং কেবিনে ছিলেন তানভীর। শুক্রবার, ১ মার্চ ১১ টার দিকে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি তানভির।
এ ঘটনায় শনিবার, ২ মার্চ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানায় তানভিরকে নিখোঁজ জানিয়ে সাধারণ ডায়েরি করা হয়। সোমবার, ৪ মার্চ সকালে কীর্তনখোলা নদীর চড়বারিয়া ইউনিয়নের চর আবদানি এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের সংবাদ দেয়। কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন