Advertise top
আদালত-অপরাধ

বেইলি রোড অগ্নিকাণ্ড:  বুয়েট শিক্ষার্থী নাহিয়ানের মরদেহ বরিশালে

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম     আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:৪২ পিএম

বেইলি রোড অগ্নিকাণ্ড:  বুয়েট শিক্ষার্থী নাহিয়ানের মরদেহ বরিশালে
নাহিয়ানের মরদেহ বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছবি: সংগৃহীত

ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নাহিয়ান আমিনের মরদেহ তার বাড়ি বরিশালে পৌঁছেছে।

 

নগরীর পলিটেকনিক রোডের সাহেলা কটেজে শুক্রবার,১ মার্চ বিকেল ৩টার দিকে লাশবাহী গাড়ি থামে।

 

নাহিয়ান আমিন বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বরিশাল নগরীর পলিটেকনিক রোড আলেকান্দা এলাকার রিয়াজুল আমিন বাবুর ছেলে।

 

নিহতের ফুফা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাহিয়ানের চাচি তাদের ফোন করে জানান, নাহিয়ান বন্ধুদের সঙ্গে কাচ্চি খেতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছে। পরে তিনি নিশ্চিত করেন, নাহিয়ানের মৃত্যু হয়েছে।

 

নাহিয়ান আমিনের বড় বোন মালিহা মেহজাবিন জানান, ২০২০ বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি ও ২০২২ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ২০২৩ সালে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাহিয়ান। এই মাসেই বিশ্ববিদ্যালয় হলে ওঠার কথা ছিল তার।  আজিমপুর এলাকায় নিকটাত্মীয়ের কাছে থাকতেন তিনি।

 

বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে কাচ্চি ভাইয়ে খেতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

 

এদিকে নাহিয়ানের মরদেহ তার বাসভবনে পৌঁছার পর হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তার নিকটাত্মীয়, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পলিটেকনিক এলাকার পরিবেশ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal