Advertise top
রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের আহ্বান জিএম কাদেরের: দ্য হিন্দু

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ আগষ্ট ২০২৩, ০৮:০৮ পিএম    

সুষ্ঠু নির্বাচনের
জাতীয় পার্টির চেয়া

 

ভারতের রাজনৈতিক দল বিজেপির আমন্ত্রণে দিল্লি গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সেখানে তিনি টেলিফোনে দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাতকারে সরকার এবং বিএনপি উভয়ের সঙ্গে ভারসাম্যভাব বজায় রাখার কথা বলেন। তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ সরকারের জন্য। আমরা চাই, সব পক্ষ বসুক। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উপায় নিয়ে তারা আলোচনা করুক।’

 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে। এদিকে আসন্ন নির্বাচন যথাসময়ে এবং তত্ত্বাবধায়ক গঠন ছাড়াই অনুষ্ঠিত হওয়ার জন্য জোর দিয়ে আসছে শেখ হাসিনার সরকার। কারণ ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আইন করে বাতিল ঘোষণা করা হয়।

 

এ বিষয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিতে জোর দিয়ে আসছে বিএনপি; কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক কেমন হওয়া উচিত, তা তারা স্পষ্ট করেনি।

 

জিএম কাদের বলেন, আমাদের মনে একটি পরিকল্পনা আছে এবং যখন সর্বদলীয় সংলাপ হবে তখন আমরা তা টেবিলে রাখব।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal