বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর থেকে ১৯৩৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ শেফালি খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
কুষ্টিয়া র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ বুধবার, ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া কোম্পানির একটি অভিযানিক দল জেলার দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে অভিযান চালায়। এ সময় শেফালি খাতুনের হেফাজত থেকে ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি হাসুয়া ও মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
আসামির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতার শেফালীর স্বামীর নাম ওমর ব্যাপারী। তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করছে। তারা কুষ্টিয়া, পাবনা ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করতেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন