Advertise top
নির্বাচন

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম     আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
জাতীয় সংসদ ভবন। ছবি: অনলাইন

নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের চূড়ান্ত তালিকা নিয়ে  আজ মঙ্গলবার,২৭ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করেছে।

 

বিজয়ী প্রার্থীদের নামে গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদের সচিবালয়ে পাঠানো হবে। এরপর সংসদ সচিবালয় এই সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করবে। শপথ গ্রহণ শেষে সংসদে যোগ দেবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা।

 

 

এর আগে গত রবিবার,২৫ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায়সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। 

 

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জতীয় পার্টি মনোনয়ন দিয়েছে ২টি আসনে। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal