বরিশাল নিউজ, ঝালকাঠি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম
ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেন হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
পৌরসভার নান্দিকাঠি এলাকায় শনিবার, ২৪ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার, ২৪ ফেব্রুয়ারি রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়েছে।
নিহত ইমরানের বড় ভাই রাসেল হাওলাদার জানান,“ আমার চাচাতো ভাই আলমিন হাওলাদার সহ ৬ থেকে ৭ জন রামদা নিয়ে ওরে ধাওয়া করেছে। ‘ভাইরে এমন কোপাইছে যে হাসপাতাল পর্যন্ত নেতে পারি নাই। শুধু বলছে আলমিন আমারে কুপাইছে।”
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন