Advertise top
বরিশাল

সরকারি নির্দেশ না মেনে খাল দখল করে ব্রিজ নির্মাণ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম    

সরকারি নির্দেশ না মেনে খাল দখল করে ব্রিজ নির্মাণ
সরকারি খাল দখল করে ব্রিজ নির্মাণ। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় অপরিকল্পিতভাবে সরকারি খালের দুই পাশ দখল করে ব্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে খালটি সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

 

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে বাটাজোর-সরিকল খালের দুই পাশ দখল করে ব্যক্তিগত ভাবে চলাচলের জন্য ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন বাটাজোর-সরিকল রোডের বাসিন্দা করিম সিকদার। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে জানানো হলে খাল দখল করে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। সরকারি এই নির্দেশ উপেক্ষা করে রবিবার, ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে ফের খাল দখল করে ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছেন করিম।

 

স্থানীয়রা আরও জানান, ব্রিজটি নির্মাণ হলে খালটি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। আর খালটি বন্ধ হয়ে গেলে কয়েক হাজার কৃষক সেচ সংকটে পরবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে তহশিলদার পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal