বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে বাটাজোর-সরিকল খালের দুই পাশ দখল করে ব্যক্তিগত ভাবে চলাচলের জন্য ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন বাটাজোর-সরিকল রোডের বাসিন্দা করিম সিকদার। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে জানানো হলে খাল দখল করে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। সরকারি এই নির্দেশ উপেক্ষা করে রবিবার, ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে ফের খাল দখল করে ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছেন করিম।
স্থানীয়রা আরও জানান, ব্রিজটি নির্মাণ হলে খালটি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। আর খালটি বন্ধ হয়ে গেলে কয়েক হাজার কৃষক সেচ সংকটে পরবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে তহশিলদার পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন