Advertise top
আদালত-অপরাধ

দম্পতির সংসার জোড়া লাগিয়ে দিলো হাইকোর্ট

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম     আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম

দম্পতির সংসার জোড়া লাগিয়ে দিলো হাইকোর্ট
বাংলাদেশ হাইকোর্ট

সন্তানকে দেখতে চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করার পরে দুই বিচারপতি এক দম্পতির সংসারও জোড়া লাগিয়ে দিয়েছেন। 

 

জন্মের পর থেকে ১০ মাস ধরে সন্তানকে দেখতে দেওয়া হচ্ছে না বাবা কাজী মহিউদ্দিনকে। এমন অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তিনি রিট পিটিশন জারি করেন। 

 

এরপর আজ সোমবার, ১৯ ফেব্রুয়ারি আদালতের আদেশে সাদিয়া সুলতানা ও কাজী মহিউদ্দিন দম্পতিকে একটি কক্ষে কথা বলার সুযোগ করে দেয় হাইকোর্ট। সেখানে স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কথা বলে পরে আদালতকে জানান, তাদের মধ্যকার ইগোস্টিক সমস্যার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে কথা বলে তারা এটি সমাধানের চেষ্টা করবে। এ সময়ের মধ্যে কাজী মহিউদ্দিনকের তার সন্তানকেও দেখতে দেওয়া হবে।

 

এ সময় সপ্তাহে দুই থেকে তিন দিন সন্তানকে তার মায়ের বাসায় গিয়ে দেখার জন্য বলেন আদালত। সেই সঙ্গে বাচ্চার কথা বিবেচনা করে নিজেদের সম্পর্ক পুনরুদ্ধারের পরামর্শও দেন হাইকোর্ট।

 

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার, ১৯ ফেব্রুয়ারি এই নির্দেশ দেন।

 

এ সময় বাবা-মা দুজনেরই সংসার জোড়া লাগানোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখে হাইকোর্ট অনেক খুশি হয়ে তাদের দুজনকে চকলেট দেন। ছয় মাস পরে তাদের অবস্থা সম্পর্কে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট। এ সময় আদালতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal