Advertise top
অর্থনীতি

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে হবে:বিভাগীয় কমিশনার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম    

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে হবে:বিভাগীয় কমিশনার
বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা। ছবি: বরিশাল নিউজ

 

রমজানে চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবৈধভাবে মজুদ করতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজর রাখতে বলেছেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

 

বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আজ সোমবার, ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন।

 

বিভাগীয় কমিশনার আরও বলেন, রমজানের আগে প্রয়োজন হলে ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিময় করা যেতে পারে। তিনি ভোগ্যপণ্যের চাহিদার একটি তুলনাচিত্র তুলে ধরে বলেন, রমজানে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, খেজুর এবং ছোলার ব্যবহার পণ্যভেদে দ্বিগুণ থেকে বিশগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে অবৈধ মজুদ এবং মূল্য বৃদ্ধি করতে না করতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সজাগ থেকে দায়িত্বপালন করতে হবে।

 

সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীসহ র‍্যাব, আনসার ও ভিডিপি, নৌ পুলিশ, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডের প্রতিনিধি এবং ছয় জেলার জেলা প্রশাসকরা অংশ নেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal