Advertise top
বরিশাল

বরিশালে ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম     আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ পিএম

বরিশালে ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩
ককটেল বিস্ফোরণে আহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: বরিশাল নিউজ

বরিশালের গৌরনদীতে ককটেল উদ্ধারের সময় বিস্ফোরণ ঘটে পুলিশের এসআইসহ তিনজন আহত হয়েছেন। গৌরনদীর কসবা ইসলামিক মিশন সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহতরা হলেন- গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার।

 

পুলিশ জানিয়েছে, ওই গ্রামের কতিপয় দুষ্কৃতকারীরা জনৈক রাজু হাওলাদারের পরিত্যক্ত বাথরুম তালাবদ্ধ করে রেখে যায়। আজ সকালে তা দেখে রাজু হাওলাদারের ছেলে মাসুম তালা ভাঙ্গেন। এ সময় তারা একটি বালতির মধ্যে ১০/১২ টি বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও কনস্টবল মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তারা বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও মাসুম হাওলাদার গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

 

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal