বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮ পিএম আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ পিএম
শিকার ও বিক্রি নিষিদ্ধ ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ বিক্রির দায়ে বরিশালে দুই মাছ বিক্রেতাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। দণ্ডপ্রাপ্ত মাছ বিক্রেতারা হলেন আবুল কালাম ও ফয়েজ। এ সময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নগরীর পোর্ট রোড এলাকায় আজ শনিবার, ১০ জানুয়ারি সকালে অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরিশালের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান। বিচারক আব্দুল মতিন খান বলেন, বিরল প্রজাতির মাছ হওয়ার কারণে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ ধারা অনুযায়ী শাপলাপাতা মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। যে মাছটি কেটে বিক্রি করা হচ্ছিল তার ওজন ছিল প্রায় ৮ মণ।
এর আগে নগরীতে মাইকিং করে এই মাছ বিক্রির ঘোষণা দেওয়া হয়। সকালে আমরা ঘটনাস্থলে পৌঁছে মাছ বিক্রির সময় আবুল কালাম ও ফয়েজ নামে দুজনকে আটক করি। পরে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন