Advertise top
বিভাগের খবর

খুলনায় ট্রাকের ধাক্কায় ৫ ইজিবাইক যাত্রী নিহত

বরিশাল নিউজ খুলনা ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম     আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম

খুলনায় ট্রাকের ধাক্কায় ৫ ইজিবাইক যাত্রী নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনা। ছবি: অনলাইন

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় এক ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায়  শনিবার,১০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন: খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), পরিচয় না পাওয়া এক নারী (২৬) এবং অম্বি বিশ্বাস (২)।

 

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পর বাকি দুইজনের মৃত্যু হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal