বরিশাল নিউজ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের শূন্যপদে উপ-নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সীমানা জটিলতা নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা থাকায় এই নির্দেশ বলে জানা গেছে। আগামী ৯ মার্চ এই ওয়ার্ডে উপ-নির্বাচন হওয়ার কথা ছিলো।
বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি জানান, নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মাজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সীমানা জটিলতায় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা চলমান থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন