বরিশাল নিউজ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৬ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোন ব্যক্তি অবস্থান করতে পারবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ।
সোমবার, ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ২৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
সভায় উপাচার্য সকল হল প্রভোস্টদের এ বিষয়ে সর্বাত্মক সতর্কতা মেনে চলার নির্দেশনা প্রদান করেন এবং সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
উপাচার্য বলেন, এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন