বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ১৯ আগষ্ট ২০২৩, ১০:০৮ এএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় হাত ও মুখ বাঁধা অবস্থায় কোমেলা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কোমেলা বেগম সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। শুক্রবার, ১৮ আগস্ট সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম হাসান টুটুল জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে হাত ও মুখ বাঁধা অবস্থায় কোমেলা বেগমের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
নিহতের ভাই জাহিদুল শেখ বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তার বোনকে মৃত অবস্থায় পান তিনি। ঘাতকরা তার বোনের মুঠোফোনসহ গলায় ও কানে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন