Advertise top
রাজনীতি

পুলিশকে ফাঁকি দিয়ে বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম     আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

বরিশালে কালো পতাকা মিছিল করেনি বিএনপি
দেশব্যাপী বিএনপির কালো পতাকা মিছিলের ঘোষণায় বরিশাল পুলিশের সতর্কতা। ছবি: বরিশাল নিউজ

বর্তমান সরকারের ‘ডামি সংসদ’ বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবিতে পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে কালো পতাকা মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো।

 

নগরীর বিএম কলেজ এলাকা থেকে আজ মঙ্গলবার, ৩০ জানুয়ারি বেলা আড়াইটার দিকে মহানগর বিএনপির নেতৃত্বে এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

মিছিলে অংশ নেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক, মহানগর বিএনপি সদস্য আব্দুল হালিম মৃধা, মহানগর বিএনপি সদস্য সাইফুল আনাম বিপু, মহানগর বিএনপি সদস্য আফরোজা খানম নাসরিন, মহানগর ছাত্রদল আহবায়ক রেজাউল করীম রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ওয়ার্ড নেতৃবৃন্দ।

 

এদিকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে কালো পতাকা মিছিল সদর রোডস্থ দলীয় কার্যালয়ে আসার আগে সেখানে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমানের নেতেৃত্বে অবস্থান নেয় পুলিশ। 

 

বিএনপি কার্যালয়ের চারপাশসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করার কারনে মহানগর বিএনপি নেতৃবৃন্দ সময় ও স্থান পরিবর্তন করে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে।

 

এসময় মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক টেলিফোনে বলেন, আজকে আমাদের কেন্দ্রীয় শান্তিপূর্ণ কালো পতাকার মিছিল ঘোষণা করা ছিল।

 

এই ফ্যাসিস্ট সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আমাদের দলীয় কার্যালয় ঘেরাও করে রেখে আমাদের অফিসের ধারে কাছে ভিড়তে দেয়নি।

 

 

অন্যদিকে কর্মসূচিতে অংশ নিতে যুবদলের বেশ কয়েকজন সদস্য বরিশাল প্রেসক্লাবের সম্মুখে অবস্থান নিলে পুলিশ সেখানে হানা দিয়ে যুবদল নেতা মিলটনসহ তিনজনকে গ্রেফতার করে । পুলিশ জানায়, তাদের নামে আগের মামলা ছিল।



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal