বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
বরিশালের সরকারি হাসপাতাল গুলোতে গত এক সপ্তাহ ধরে বরিশাল বিভাগ জুড়ে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর ভর্তির সংখ্যা বেড়েছে । বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত এক মাসে বিভাগের ৬ জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ছিল ৯৯৩ জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী। গত এক সপ্তাহে তা বেড়ে হয়েছে ৪৩২ জন।
অপরদিকে গত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এক হাজার ১৫৩ জন। আর চলতি মাসের ১৪ দিনে প্রায় ৪ হাজার রোগী শীতকালীন নানান রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, এ সময়টাতে শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নানান রোগ দেখা দিচ্ছে। তাই তাদের প্রতি পরিবারের অন্য সদস্যদের বিশেষ খেয়াল রাখা উচিত।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন