Advertise top
আদালত-অপরাধ

নদী তীরের মাটি কেটে ইট ভাটায়, ১৫ শ্রমিকের অর্থদণ্ড

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম     আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম

নদী তীরের মাটি কেটে ইট ভাটায়,১৫ শ্রমিকের অর্থদণ্ড
বাবুগঞ্জের ফাতেমা ব্রিক্সের শ্রমিকদের অর্থদণ্ড। ছবি: বরিশাল নিউজ

বরিশালের বাবুগঞ্জে নদী তীরের মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় সরবরাহ করার অপরাধে ১৫ জন শ্রমিককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান।

 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে এ অর্থদণ্ড দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের জাম্বিয়া খাতুন মাদ্রাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটা অবস্থায় তাদের আটক করা হয়।

 

আটককৃতরা সবাই বাবুগঞ্জের ফাতেমা ব্রিক্সের শ্রমিক।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal