Advertise top
আদালত-অপরাধ

মেয়েকে বিষ খাইয়ে মায়ের বিষ পান

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম    

মেয়েকে বিষ খাইয়ে মায়ের বিষ পান

মুলাদীতে প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে ‘হত্যা’র অভিযোগ এনে স্ত্রী তাসলিমা বেগমের নামে মুলাদী থানায় মামলা করেছেন স্বামী মো.মাহাবুব হাওলাদার।

 

স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করতে যাওয়া তাসলিমা বেগম এখন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন উপ-পরিদর্শক কমল চন্দ্র দে।

 

পুলিশ জানিয়েছে, গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের মাহাবুব হাওলাদারের স্ত্রী তাসলিমা স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ১৩ বছরের প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।

 

মাহাবুব হাওলাদার জানান, বুধবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কৃষিকাজে জমিতে চলে যান। মেয়েকে কীটনাশক খাওয়ানোর বিষয়টি জানতে পেরে স্ত্রী তাসলিমাকে ফোন করেন। ওই সময় তাসলিমা বেগম বলেন- ‘তোর বড় মেয়েকে মাইরা ফালাইছি, ছোট মেয়েকেও মাইরা নিজে মরব’। পরে বাড়ি ফিরে আসার আগেই তাসলিমা নিজে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।

 

মুলাদী থানার এসআই কমল চন্দ্র দে জানান, ওই কিশোরীর লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে স্ত্রীর নামে মামলা করেছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal