Advertise top
নির্বাচন

বরিশালে ৪১.১০% ভোট প্রদান: রিটার্নিং কর্মকর্তা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম       

বরিশালে ৪১.১০% ভোট প্রদান: রিটার্নিং কর্মকর্তা
বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম । ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে সুষ্ঠু এবং শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। রবিবার,০৭ জানুয়ারি সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। অনেক কেন্দ্র  ‍ঘুরে দেখা গেছে প্রথম ২ ঘন্টায় যে ভোট পড়েছে, পরবর্তী প্রতি ঘন্টায় তার চেয়েও বেশি ভোট পড়েছে।

 

রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন,জেলায় ৪১.১০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

নগরীর অনেক ঘুরে প্রিজাইডিং অফিসারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের উপর জাল ভোট দেওয়ার কোন চাপ আছে কি না।তাঁরা একবাক্যে বলেছেন,চাপ দূরের কথা, ভোট কক্ষে ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারেনি।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ৬টি আসনের ৮ হাজার ১২৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ন পরিবেশে বিরামহীনভাবে ভোট গ্রহন করা হয়েছে। বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা যেখানেই ঘটেছে সেখানেই তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশাল জেলার কোনও কেন্দ্রে ভোট বন্ধ বা স্থগিত করা হয়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal