Advertise top
নির্বাচন

বরিশাল-২ আসনে মেনন বিজয়ী

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম       

বরিশাল-২ আসনে মেনন বিজয়ী
১৪ দলীয় জোটের নৌকা প্রার্থী রাশেদ খান মেনন। ছবি: বরিশাল নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বরিশাল-২ (বানারীপাড়া- উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের নৌকা প্রার্থী রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ২২ হাজার ১৭৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাইয়াজুল হক ভোট পেয়েছেন ৩১ হাজার ৩৯৭টি। বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  শহিদুল ইসলাম  ফলাফল ঘোষণা করেন। 

 

 

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। একজন তৃতীয় লিঙ্গের প্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন ৭ জন। এদের মধ্যে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস মাঝ পথে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে যান। এছাড়া স্বতন্ত্রপ্রার্থী মনিরুল ইসলাম মনি একেবারে শেষ সময়ে এসে রাশেদ খান মেননের পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal