Advertise top
আদালত-অপরাধ

রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই গ্রেপ্তার: ডিবি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম    

রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই গ্রেপ্তার: ডিবি
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। আজ রবিবার, ৩১ ডিসেম্বর দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

ডিবি প্রধান বলেন, রিজভীকে শিগগিরই আইনের আওতায় আনা হবে। তিনি বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেন, এবং এরপর আন্দোলনের নামে নাশকতা করা হয়। ভোটকেন্দ্রে ভোটারদের যেতে নিরুৎসাহিত করছেন তিনি। রিজভীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।

 

রিজভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করেন। তিনি অসুস্থ হলে কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন, নির্বাচন বানচালের ঘোষণা দেন?


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal