Advertise top
নির্বাচন

শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে চান তাঁরা

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম       

শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে চান তাঁরা
বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থক।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে ছুটতে থাকেন দলের নেতাকর্মীরা। চারিদিক থেকে আসা এত মিছিলের কারনে রাস্তায় রিকসা চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

 

সকাল ১০টার দিকে দেখা গেছে বঙ্গবন্ধু উদ্যানের একটা বড় অংশ নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে। নেত্রীকে কাচ থেকে দেখা এবং ভাষণ শোনার জন্য খুব সকালেই এসে তাঁরা মঞ্চের  সামনের দিকের জায়গা দখল করেন।

 

 

বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশের প্রাথমিক পর্ব শুরু হয়। এরপর সঞ্চালনা শুরু করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

 

জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে বলে জানিয়েছেন আফজালুল করীম।  

 

বিকেল ৩টার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal