Advertise top
রাজনীতি

প্রধানমন্ত্রী আগামীকাল বরিশাল আসছেন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম     আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ পিএম

প্রধানমন্ত্রী আগামীকাল বরিশাল আসছেন
বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তৈরী করা হয়েছে নৌকা আদলে মঞ্চ। ছবি: বরিশাল নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার বরিশালে আসছেন। দুপুর ৩টার দিকে তিনি বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন।

 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে সর্বশেষ এসেছিলেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। ফলে প্রায় পাঁচ বছর পর শেখ হাসিনার সফর ও আওয়ামী লীগের নির্বাচনী জনসভা ঘিরে বরিশালে দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

 

বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তৈরি করা হচ্ছে নৌকার আদলে মঞ্চ। প্রধানমন্ত্রীর সমাবেশ মঞ্চে অন্তত ৪৫০ অতিথির জন্য ব্যবস্থা রাখা হয়েছে।

 

শুক্রবারের জনসভা বরিশালে স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে বলে আয়োজকদের ধারনা।

 

এদিন  ভোটারদের সঙ্গে বরিশাল বিভাগের নৌকা প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের প্রধান শেখ হাসিনা।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal