Advertise top
নির্বাচন

‘কি বাহে; এখখান ভোট মুই পামু না’

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম     আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

আরেকবার সুযোগ দিন: প্রধানমন্ত্রী
রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ। বিএনপি- জামায়াত মানুষের কল্যানে কাজ করেনি উল্লেখ করে  প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ সরকার।

 

প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের এলাকার পুত্রবধু। এরপর রংপুরের ভাষায় জানতে চান,‘ কি বাহে;এখখান ভোট মুই পামু না’

 

রংপুরের পীরগঞ্জে আজ মঙ্গলবার,২৬ ডিসেম্বর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এই আসনে নৌকা মার্কার প্রার্থী হলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

জনসভা শেষে পীরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতিদের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা।

 

 
রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি সভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী


পীরগঞ্জে বক্তৃতা করার আগে তারাগঞ্জে রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো.আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ার সময়  নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal