বরিশাল নিউজ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম
বরিশাল বিভাগের ৬ জেলার ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন দীর্ঘমেয়াদে সর্বোচ্চ করদাতা, সেরা নারী করদাতা ও সেরা তরুণ করদাতা।
বরিশাল নগরীর একটি হোটেলে মঙ্গলবার,১৯ ডিসেম্বর তাদের এ সম্মাননা দেওয়া হয়। সেরা করদাতাদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
বরিশালের আঞ্চলিক কর কমিশনার মো সারোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু। উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আমিরুল করিম মুন্সীসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন