Advertise top
রাজনীতি

হিজলা-মেহেন্দীগঞ্জে নৌকা নেই

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ পিএম     আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:১২ পিএম

নৌকা নেই  হিজলা-মেহেন্দীগঞ্জে
আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নৌকা প্রতীকে কোন প্রার্থী নেই বরিশাল-৪ ( হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে। এই আসনের আওয়ামী লীগ তাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে নৌকা মার্কায় মনোনীত করেছিলেন। কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে সেই মনোনয়ন বাতিল হয়ে যায়। এই প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্ট পযন্ত লড়েছিলেন শাম্মী। কিন্তু তাঁর আবেদন আজ ১৮ ডিসেম্বর খারিজ করেন হাইকোর্ট। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থী আর লড়াই করতে পারছেন না।

 

এদিকে ওই আসনে বর্তমান এমপি পংকজ নাথ আওয়ামী লীগ থেকে  মনোনয়ন না পেয়ে স্বত্ন্ত্র পদে প্রার্থী হন। তাকে আজ  ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরে সোমবার বিকাল ৪টায় হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের একাংশ।

 

এই আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন: স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ, জাতীয় পার্টির মিজানুর রহমান ও মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal