Advertise top
নির্বাচন

নির্বাচনে সেনা মোতায়েনে সম্মতি রাষ্ট্রপতির

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম     আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

নির্বাচনে সেনা মোতায়েনে নীতিগত সম্মতি রাষ্ট্রপতির: ইসি সচিব
আসন্ন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম আজ  রবিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

 

আজ বেলা পৌনে ১১টার দিকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের প্রস্তাব তুলে ধরেন।

 

বঙ্গভবন থেকে বের হয়ে ইসি সচিব মো.জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী, কমিশন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী নিযুক্ত করার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলাপ করে অতি শিগগির সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তিনি নীতিগতভাবে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে সম্মতি দিয়েছেন।

 

 

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সশস্ত্র বাহিনী কত দিন মাঠে থাকবে, তা আলোচনা করে ঠিক করা হবে।

 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal