বরিশাল নিউজ
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
মহান বিজয় দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে রসুলপুরের ঘনবসতিপূর্ণ এলকায় শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শহিদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী এডভোকেট তপন কুমার চক্রবর্তী।
উদ্বোধনী সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ৯নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি জোহরা রেখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।
এসময়ে বাসদের সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী বলেন, বরিশালের সন্তান শহীদ আলতাফ মাহমুদ স্বাধীন দেশের স্বপ্ন দেখায় তাকে জীবন দিতে হয়েছিল। এখানকার প্রতিটি সদস্য আলতাফ মাহমুদের মত মানুষদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকের দিনের মুক্তির লড়াই জোরদার করবে, স্মরণ করবে জাতির প্রকৃতি ইতিহাসকে- এটাই এই পাঠাগারের উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন