বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং হত্যাকান্ডের সাথে জড়িত ৩ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল, মোঃ তৌকির মোল্লা , মোঃ রাতুল মোল্লা, মোঃ মহিউদ্দিন মোল্লা। গ্রেফতারের পাশাপাশি হত্যাকান্ডে ব্যবহৃত আসামীদের বাড়ি থেকে চাপাতি, ছুরি ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকান্ডের সকল বিষয় তুলে ধরেন।
পুলিশ সুপার এসময় বলেন জেলার বাখেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন (৪০) গত ৪ঠা ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ইছাপুর চৌরাস্তা থেকে নিজ বাড়ি যাওয়ার পথে জনৈক বশির গাজির বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে ওতপেতে থাকা হত্যাকারীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে রাস্তা সংলগ্ম বাগানে ফেলে চলে যায়।
আসামীদের স্বীকারোক্তিতে ১৩ ডিসেম্বর বিকালে তাদের সাথে নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন