Advertise top
অর্থনীতি

‘ভ্যাটের ব্যাপ্তি দিন দিন বাড়ছে’

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম     আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম

‘ভ্যাটের ব্যাপ্তি দিন দিন বাড়ছে’
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বরিশালে সেমিনার অনুষ্ঠিত হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, ভ্যাটের ব্যাপ্তি দিন দিন বাড়ছে। সরকারের কর্মকাণ্ডকে গতিশীল রাখতে ভ্যাট ও কর যারা দেয় তাদের অবদান অনেক।

 

বিশেষ করে এ ক্ষেত্রে ব্যবসায়ীদের অবদানটা বড়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে ভ্যাট ও কর প্রদানে নিজ থেকে সবাইকে আরও উৎসাহী হতে হবে। সরকারকে জনগণ দেবে, আবার সেখান থেকেই সরকার আপনাদের দাবি দাওয়া পূরণ করবে।

 

খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব’ এ স্লোগানে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বরিশালে এ সেমিনার হয়।

 

বুধবার, ১৩ ডিসেম্বর দুপুরে নগরের বান্দরোডস্থ একটি হোটেলের হল রুমে এ সেমিনারের আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশাল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal