বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ পিএম
পটুয়াখালী–১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম।। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তিনি এ ঘোষণা দেন।
প্রায় কোটি টাকা আয়কর বকেয়া থাকায় গতকাল রবিবার যাচাই–বাছাইয়ের সময় রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, জাপা প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার টাকা আয়কর বকেয়া রয়েছে মর্মে পটুয়াখালীর সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা আপত্তি তুলেছিলেন। এরপর রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়। তবে তিনি বকেয়া আয়কর চালান জমা দিয়েছেন বলে সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানিয়েছেন। এখন আর বকেয়া নেই বলে জানিয়েছেন। তাই রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন