Advertise top
রাজনীতি

মনোনয়নপ্রত্যাশী ৩৩৬২ জনের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১২:১১ পিএম     আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

 মনোনয়নপ্রত্যাশী ৩৩৬২ জনের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা
গণভবন

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ গণভবনে মনোনয়নপ্রত্যাশী ৩৩৬২ জন নেতার সাথে কথা বলবেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তাঁরা।

 

গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

 

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।

 

এর মধ্যে ঢাকা বিভাগেই বিক্রি হয়েছে ৭৩০টি ফরম। চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগে ১৭২টি, ময়মনসিংহ বিভাগে ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি এবং রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

 

আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।তাই ২/১ দিনের মধ্যেই প্রথম দফার তালিকা প্রকাশ করা হবে। তবে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বরে করা হবে চূড়ান্ত তালিকা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal