বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৩:১১ পিএম আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:২৪ এএম
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) তাপস কুমার পাল জানিয়েছেন, ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে বুধবার দুপুর আড়াইটায় এর শুনানি শুরু হয়।
এর আগে ২০ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার কারণে এই শুনানি মুলতবি করেন ফয়সাল আতিক বিন কাদের। পরে বিচারক আজকের দিন ধার্য করেন।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ওই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুলকে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এ মামলায় বিএনপি মহাসচিব ছাড়াও দলটির সিনিয়র নেতাদের আসামি করা হয়েছে। একই মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন