বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২২:১১
বিএনপি নির্বাচনে আসলে আইন অনুযায়ী সুযোগ তৈরি করা হবে বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বিভাজন তৈরি হলে মাঠের রাজনীতি শান্ত থাকেনা। তবে যে কোনো সময় রাজনৈতিক পরিস্থিতি শান্ত হতে পারে।
রাজনৈতিক সঙ্কট দূর করার পদক্ষেপ ইসি আইন অনুযায়ী নিতে পারেনা উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি প্রতিপালনে ইসি কঠোর থাকবে। প্রার্থীদের জন্য ইসির সর্বোচ্চ চেষ্টা থাকবে ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
সব দল নির্বাচনে আসছে না, জাতির কাছে এটা এক ধরণের শূন্যতা ও হতাশা মন্তব্য করে তিনি বলেন, যিনি নিরপেক্ষতা হারাবেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইসি বদ্ধপরিকর। যেভাবেই হোক সুন্দর নির্বাচন করবে ইসি।
সবাই নির্বাচনে আসবে, কমিশন এমন আশা করছে জানিয়ে তিনি বলেন, ভোটের সময় সরকারের কাজ আমাদের সহযোগিতা করা। আমরা আশা করি তারা সেই সহযোগিতা দেবেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। সত্ব © বরিশাল নিউজ ২০২৩
Developed By NextBarisal
মন্তব্য লিখুন