Advertise top
রাজনীতি

আওয়ামী লীগের সঙ্গে নৌকায় উঠেছে পাঁচ দল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:১১ পিএম       

আ.লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে ৫ দল
আওয়ামী লীগের লোগো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে অংশ নিতে  ইসিকে আবেদন জানিয়েছে পাঁচটি দল।

 

দলগুলো হলো— হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ,দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল এবং রওশন এরশাদ পন্থি জাতীয় পার্টি।

 

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এখন পর্যন্ত এই পাঁচ দল নৌকা প্রতীকে নির্বাচনে যাওয়ার আবেদন করেছে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে শনিবারের মধ্যে জানাতে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)।  ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত এই চার দল নিজেদের অবস্থান জানিয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal