Advertise top
বাংলাদেশ

পটুয়াখালী-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম       

পটুয়াখালী-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন
নবনির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মো.আফজাল হোসেন শপথ নিচ্ছেন। ছবি:সংগৃহীত

 

একাদশ জাতীয় সংসদের ১১১, পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন শপথ নিয়েছেন।

 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সোমবার, ১৩ নভেম্বর সংসদ ভবনস্থ শপথকক্ষে তাকে শপথ পড়ান।

 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও মো. মহিব্বুর রহমান এমপি উপস্থিত ছিলেন।

 

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

 

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal