বরিশাল নিউজ ঢাকা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:১২ পিএম
বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নে ৭৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
ঢাকার শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার, ৯ নভেম্বর বর্তমান সরকারের সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই একনেক সভায় বরিশাল সিটির উন্নয়নের জন্য এই বরাদ্দ দেওয়া হলো।
প্রায় আটশত কোটি টাকা বরাদ্দের খবর পেয়ে নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নতুন মেয়র খোকন সেরনিয়াবাদের সমর্থক দলীয় নেতাকর্মীরা।
তারা বলেন, এই বরাদ্দের কারনে নগরীর অচলাবস্থা দূর হবে। রাস্তাঘাট মেরামত, খাল খননসহ নগরীর উন্নয়নমূলক কাজে হাত দেওয়া হবে।
মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে অভিযোগের পাহাড় গড়ায় গত পাঁচ বছরে বরিশাল সিটি কর্পোরেশনের জন্য কোন বরাদ্দ দেয়নি সরকার। এরফলে নগরীতে কোন উন্নয়ন কাজ করতে পারেননি মেয়র সাদিক। মেয়রের অব্যবস্থাপনার জন্য ভুগেছেন নগরবাসী।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন