বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১:২২ এএম
বরিশালে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলা। বঙ্গবন্ধু উদ্যানে বুধবার, ৮ নভেম্বর ফিতা কেটে, বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলীসহ অন্যান্য অতিথিরা।
বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায়, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে মেলা চলবে। বইমেলায় সরকারি বিভিন্ন দপ্তরের ১৯ টি প্রতিষ্ঠানসহ ৩৮ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
এছাড়াও ০৯ নভেম্বর ২০২৩ থেকে ১৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমি থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে কচিকাচাঁর উৎসব, চিত্রাংকন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সন্ধ্যা ০৬.৩০ মিনিট হতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন