Advertise top
বাংলাদেশ

টানেল যুগে বাংলাদেশ, বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১১:১০ এএম     আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৫০ পিএম

টানেল যুগে বাংলাদেশ, বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন। চট্টগ্রামের পতেঙ্গায় বেলা পৌনে ১২টার দিকে  খরস্রোতা কর্ণফুলীর তলদেশে দৃষ্টিনন্দন এই টানেলের ফলক উম্মোচন করেন তিনি।

 

এই সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

 


     বঙ্গবন্ধু টানেল অতিক্রম করছে প্রধানমন্ত্রীর গাড়ীর বহর।


 

 
  প্রধানমন্ত্রী টানেল পার হয়ে আনোয়ারা  প্রান্তে পৌঁছান এবং সেখানে টোল পরিশোধ করেন। 


 

স্বাধীনতার ৫২ বছরে টানেলযুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আনন্দের এই ক্ষণ উদযাপনে বর্ণিল সাজে সেজেছে কর্ণফুলীর দুই তীর। 

 

সেতু কর্তৃপক্ষের নির্মাণ করা টানেলে গাড়ি চলাচলের কারণে শুধু দূরত্বই কমবে না, বাঁচবে সময় ও খরচ। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার। মহেশখালীতে চলমান ৭২টি প্রকল্পের সুফল সারাদেশ পাবে আরও কম সময়ে। 

 

দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ এই টানেল। এটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে যাচ্ছে।  আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই টানেল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal