Advertise top
নির্বাচন

নির্বাচনের জন্য পুরো প্রস্তুত বিজিবি: ডিজি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম     আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১০:১১ পিএম

নির্বাচনের জন্য পুরো প্রস্তুত বিজিবি: ডিজি
কুমিল্লায় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিবি মহাপরিচালক।

 

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘নির্বাচনের জন্য আমরা পুরো প্রস্তুত। নির্বাচনের সময় আমাদের যে প্রস্তুতি নেওয়ার কথা আমরা তো অনেক আগেই নিয়েছি। আমরা প্রশিক্ষণ নিয়েছি। আমাদের সরঞ্জামও প্রস্তুত করেছি। দায়িত্ব পালন করার জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত আছে।’

 

কুমিল্লায়  বৃহস্পতিবার, ১৯ অক্টোবর মাদকদ্রব্য ধ্বংসকরণ ও গণ সচেতনতা বৃদ্ধি করণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল শরিফুল ইসলাম মেরাজ, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সিগন্যাল অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, মাদক অধিদফতরের কুমিল্লা সহকারী পরিচালক ইমরুল হাসানসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal