Advertise top
বাংলাদেশ

জয়িতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীরাও সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০২:১০ পিএম     আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পিএম

জয়িতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীরাও সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী
মঙ্গলবার ঢাকার গণভবনে জয়িতার উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

 

জয়িতা টাওয়ারের উদ্বোধনী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জয়িতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীরাও কর্মসংস্থানের সুযোগ পাবেন।

 

ঢাকার গণভবনে মঙ্গলবার, ১৭ অক্টোবর সকালে তিনি জয়িতা টাওয়ারের উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা সঙ্গে ছিলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বিশ্বাস করতেন, সমাজের অর্ধেক হচ্ছে নারী, তাদের অবহেলিত রেখে একটি সমাজ গড়ে উঠতে পারে না। নারীরা শুধু ’আমাদের অধিকার দাও’ বললে চলবে না, নারীদের অধিকার নারীদের আদায় করে নিতে হবে। নারীদের অধিকার নিজের গুনে অর্জন করতে হবে।’

 

নারীরা পিছিয়ে থাকবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বেগম রোকেয়া আমাদের প্রথম শিক্ষা দিয়ে গেছেন। নারী শিক্ষায় বেগম রোকেয়ার যে অবদান, তিনি স্বপ্ন দেখতেন নারীরা একদিন জজ, ব্যারিস্টার হবেন। আজ আমাদের দেশের নারীরা জজ-ব্যারিস্টার থেকে শুরু করে সব ক্ষেত্রে আপন স্থান করে নিয়েছে এবং নিতে পেরেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, প্রতিটি জায়গা আমাদের নারীরা যাতে সমসুযোগ পায়, আমি ’৯৬ সালে সরকারে এসে সেই ব্যবস্থা করে দিয়েছি। আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা জজ ছিল না, আজ উচ্চআদালতে আমাদের নারীরা স্থান পেয়েছে। কোনো সচিব ছিল না, কোনো জেলায় ডিসি করা হতো না। আমি সরকারে আসার পর নারীরা ওসি হয়েছে, এসপি হয়েছে, বিভিন্ন পদ তারা পেয়েছে। প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীদের জন্য সুযোগ সৃষ্টি করেছি।’

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal